বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার বিরুদ্ধে বেপরোয়া বিষ প্রয়োগের অভিযোগ যুক্তরাজ্যের

লন্ডনকে মস্কোর কাছে ক্ষমা চাইতে হবে : মারিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

উইল্টশায়ারে নতুন করে এক যুগল নার্ভ এজেন্ট এর শিকার হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বর, অমানবিক এবং বেপরোয়া’ বিষ প্রয়োগের অভিযোগ করেছে যুক্তরাজ্য। ‘যুক্তরাজ্যকে আঁস্তাকুড়ের মতো বিষ প্রয়োগের ক্ষেত্র হিসাবে রাশিয়া ব্যবহার করছে’ অভিযোগ করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন। ওদিকে, যুক্তরাজ্যের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলেছে, টেরিজা মে সরকার তাদেরকে নরকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ পুলিশকে ‘নোংরা রাজনৈতিক খেলায়’ না মাতার আহŸান জানান এবং বলেন, লন্ডনকে রাশিয়ার কাছে ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত। খবরে বলা হয়, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের ক্রিয়ায় উইল্টশায়ারের ওই যুগলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার পার্লামেন্টে এক ভাষণে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ বলেন, এ ঘটনায় স্ক্রিপাল ও তার মেয়েকে বেপরোয়া হত্যা চেষ্টার সেই স্মৃতি জেগে উঠবেই। এ বছরের শুরুর দিকে যেটি ঘটেছিল। তিনি আরো বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা চলার কারণে বিশ্বের দৃষ্টি এখন রাশিয়ার দিকে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন