বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবরোধ থাকছেই : পম্পেও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশটির ওপর অবরোধ বলবৎ থাকবে। রোববার মার্কন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই কথা জানান। পিয়ংইয়ং এ বৈঠক শেষে মাইক পম্পেও টোকিওতে বলেন, উত্তর কোরিয়ার চূড়ান্ত পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি যাচাই না হওয়া পর্যন্ত দেশটির ওপর অবরোধ অব্যাহত থাকবে। টোকিওতে জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পিয়ংইয়ং এর আলোচনার বিষয় অবহিতকালে তিনি একে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন। তবে পম্পেও পিয়ংইয়ং ছেড়ে যাওয়ার পরই উত্তর কোরিয়া দ্রæত পারমাণবিক নিরস্ত্রকরণে ওয়াশিংটনের দাবিকে একতরফা উল্লেখ করে এবং প্রত্যাখ্যান করে এক বিবৃতি দেয়। পম্পেও জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত পারমানবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম যাচাই করা হবে এবং এ ব্যপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট কিম দু’জনই একমত। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ‘মুখ্য বিষয়ের প্রায় সবগুলোতে’ অগ্রগতি হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের একটি সময়সীমা নির্ধারণের বিষয়টিও রয়েছে। তবে এ ক্ষেত্রে আরো কিছু বাকি রয়েছে। শনিবার উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পর পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। পম্পেও জানিয়েছেন, ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে মার্কিন সেনাদের দেহাবশেষ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনার জন্য ১২ জুলাই বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। এছাড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংসের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। এএফপি, রয়টার্স,বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন