বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মেথড ধারা গ্রহণে নারাজ জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

‘রেড স্প্যারো’ চলচ্চিত্রে জেনিফার লরেন্স ব্যালেরিনা থেকে গুপ্তচরে পরিণত এক রুশ তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। স্বাভাবিকভাবে তাকে রুশ প্রভাবিত বাচনভঙ্গিতে সংলাপ আওড়াতে হয়েছে। কিন্তু পরিচালক ফ্রান্সিস লরেন্স যখন মেথড ধারা অনুসরণে তাকে অভিনয়ের বাইরেও তার বন্ধুদের সঙ্গে একই রকম করে কথা বলার পরামর্শ দেন জেনিফার তখন ঘাবড়ে চান। তিনি সেসময় মনে করছিলেন তার এমন বাচন তার বন্ধুরা ঠিক পছন্দ করবে না। স্টার সাময়িকীকে জেনিফার বলেন, “চলচ্চিত্রায়ন শুরু হবার দুই সপ্তাহ আগে, ফ্রান্সিস আমাকে বলেছিলেন, ‘বাড়িতেই তোমার এমন করে কথা বলা উচিত। এই ভঙ্গি বজায় রাখবে এবং বন্ধুদের সঙ্গেও একইভাবে কথা বলবে।’ আমি বলেছিলাম, ‘ফ্রান্সিস, আমার বন্ধুরা এমন নয়, তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে।”বাচনভঙ্গি রপ্ত করার ব্যাপারে জেনিফার বলেন : “আমি এর আগে বিদেশি উচ্চারণ-ভঙ্গিতে সংলাপ বলিনি তাই চলচ্চিত্রায়ন শুরুর চার মাস আগে থেকে অনুশীলন শুরু করেছিলাম, এই সময়ে জানতে পেরেছিলাম আমার চরিত্রটি কোন ভঙ্গিতে কথা বলবে। যখন শুটিং শুরু হয়, কস্টিউম পরে নিই তখন আমি চরিত্রে পরিণত হই এবং সব সহজ হয়ে যায়।” তিনি জানান নাচের প্রশিক্ষণও তার জন্য সহজসাধ্য ছিল না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন