শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আকস্মিক বন্যা, বহু হতাহত

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অস্বাভাবিক ও আকস্মিক বন্যায় বহু লোক হতাহত হয়েছে। সউদি আরবে বৃষ্টি ও বন্যায় ১৮ জন নিহত হয়েছে। বন্যায় গাড়িতে আটকে পড়া ৯১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে সউদি কর্তৃপক্ষ। বন্যার পানিতে রাজধানী রিয়াদ, মক্কা এবং পর্বতসঙ্কুল ও মরুময় দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে সউদি আরবে ভারী বর্ষণের জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। পার্শ্ববর্তী ইয়েমেনে বন্যায় অন্তত ১৬ জন মারা গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, দেশটির পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় অন্তত দু’জন মারা গেছে। কাতারেও প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। খবরে বলা হয়, সউদি আরবের রিয়াদ থেকে শুরু করে হায়েল, মক্কা, মদিনা, আল-বাহা, আসির, নাজরান এবং জাজান পর্যন্ত এলাকাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে। সউদি রেড ক্রিসেন্ট সোসাইটি মৃতদের মধ্যে দুইজন ইয়েমেন সীমান্তবর্তী জাজান অঞ্চলে এবং একজন আল-বাহা অঞ্চলে মারা গেছে। এছাড়া আল-বাহা অঞ্চলে তীব্র বর্ষণের ফলে দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে। আল-জাজিরা, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন