শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কীটনাশক ছাড়া বিকল্প উপায়ে পোকা দমনে কৃষকের সাফল্য

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মো. আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষিক্ষেতে বিকল্প উপায়ে পোকা দমন কার্যক্রম। দীর্ঘদিন থেকে কীটনাশক ব্যবহার করে কৃষিক্ষেতে পোকা দমন করলেও সম্প্রতি বরেন্দ্র বহুমুখী প্রকল্প ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কৃষকদের কীটনাশক ছাড়াই বিকল্প উপায়ে কৃষিক্ষেতে পোকা দমন শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বোরো ক্ষেতে গাছের ডাল, বাঁশের কঞ্চি স্থাপন করা হয়েছে। সেখানে পাখিরা বসে ফসলের ক্ষতিকারক পোকা ধরে ধরে খাচ্ছে। বিভিন্ন মাঠের কৃষকেরা জানান, জমিতে গাছের ডাল ও বাঁশের কঞ্চি স্থাপন করা হলে সেখানে নিয়মিত পাখি বসে এবং ফসলের ক্ষতিকারক পোকা ধরে খায়। এতে করে ফসল পোকার হাত থেকে রক্ষা পায়। এ কারণেই ফসলে আর কীটনাশক ব্যবহার করতে হয় না। উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ জানান, কৃষিক্ষেতে কীটনাশক ব্যবহার করে পোকা দমন করলে জমিতে থাকা ব্যাকটোরিয়া ও পোকামাড়ক ধ্বংস হয়ে যায়। এতে করে জমির উর্বরতা শক্তিও কমে যায়। অপরদিকে বিষযুক্ত ফসল মানবদেহের চরম ক্ষতি করে। কিন্তু বিকল্প উপায়ে জমির ক্ষেতে পার্চিং করলে সেখানে পাখিরা বসে ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে, এতে ফসল পোকার হাত থেকে রক্ষা পায়। পক্ষান্তরে জমির উর্বরতা শক্তি নষ্ট হয় না। এ কারণে কৃষকদেরকে বিকল্প উপায়ে পোকাদমনে উদ্বুদ্ধ করা হয়েছে। উপজেলা বরেন্দ্র কর্মকর্তা ও বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সহকারি প্রকৌশলী আজমল হোসেন জানান, বরেন্দ্র সেচ প্রকল্পের আওতায় বোরো চাষিদেরকে বিকল্প উপায়ে পোকা দমন করতে উৎসাহ প্রদানে প্রথমে বরেন্দ্র প্রকল্পের উদ্যোগে প্রতিটি বোরো ক্ষেতে পার্চিং করা হয়েছে। পার্চিং-এর সুবিধা কৃষকেরা বুঝতে পেরে এখন তারা নিজেরাই পার্চিং শুরু করেছেন। তিনি বলেন বরেন্দ্র বহুমুখী প্রকল্প শুধু জমিতে সেচই দেয় না কৃষকদেরকে ভালো ফসল উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করায়। এই প্রকল্পের আওতায় জমিতে সেচ দেয়ার পাশাপাশি উপজেলার ৯টি গ্রামে প্রায় ২ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এতে শুষ্ক মৌসুমে যখন পানির তীব্র সংকট থাকে, তখন আশপাশের জনসাধারণের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সরবরাহকৃত বিশুদ্ধ খাবার পানি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন