বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লায় দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ ও রাতকানা রোগের প্রাদুর্ভাব মাত্র এক শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অডিটরিয়াম ও কুমিল্লা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রথম রাউন্ড ক্যাম্পেইনকে সামনে রেখে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং অনুষ্ঠানে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৫৬টি কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রশিক্ষনপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও মাঠকর্মীরা ক্যাসুল খাওয়ানোর কাজটি দায়িত্বশীলতার সাথে পালন করবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কার্যক্রম তদারকি করা হবে। এদিকে জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৬ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভায় ১৪ হাজার ৫০৫টি কেন্দ্রে ১০ লাখ ৩০ হাজার ৭১৮জন শিশুকে শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম রাউন্ডের এই ক্যাম্পেইন বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ৩জন করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও মাঠকর্মী দায়িত্ব পালন করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন