বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রক্রিয়া জোরদার করবে ব্রিকস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে ব্রিকস-এর পাঁচ উদীয়মান অর্থনীতি আরো ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝাং জুন শুক্রবার এ কথা জানান। তিনি বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘একতরফা ব্যবস্থা ও সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জ এবং কিছু পশ্চিমা উন্নত দেশের নীতির পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবেলায় ব্রিকসভুক্ত দেশগুলো ম্যাক্রোপলিটিকাল কোঅর্ডিনেশন জোরদার করবে। ২৫-২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এই গ্রুপের সদস্য হলো বিশ্বের পাঁচ উদীয়মান অর্থনীতি: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। জুন বলেন, সদস্য দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্য আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল ইকনমি এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পে সহযোগিতা জোরদার করছে ব্রিকস। এ বছর বিভিন্ন দেশ থেকে ধাতব পদার্থ আমদানির উপর শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ব্রিকস সদস্য দেশগুলোও রয়েছে। পাশাপাশি চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতির অযুহাতে কয়েক শ’ বিলিয়ন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন