কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও পৃথক হামলার ঘটনায় নারীসহ আহত হয়েছেন ১৫ জন ও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ী গ্রামে ও কান্দি ইউনিয়নের গজালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ জয়দেব হালদার নামে ললিত হালদারের এক সমর্থককে নারিকেল বাড়ী থেকে ও শনিবার দুপুরে গজালিয়া গ্রামের অমূল্য হালদার নামের এক শিক্ষককে গ্রেফতার করে। আহতদের সাথে কথা বলে জানা গেছে নির্বাচিত মেম্বার কৃষ্ণকান্ত রায়কে ভোট না দেওয়ায় তার সমর্থক কৃষ্ণ হালদারের সাথে পরাজিত মেম্বার প্রার্থী ললিত হালদারের সমর্থক অধির হালদারের সাথে কথার কাটাকাটির এক পর্যায় কৃষ্ণ রায়ের সমর্থক কৃষ্ণ হালদার ললিতের সমর্থক অধির হালদারকে থাপ্পড় মারে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে ললিতের সমর্থক আনন্দ হালদার (৫০), নারায়ণ চন্দ্র বৈদ্য (৪২), অমিতা হালদার (৪০), নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি হালদার (১৮) ও ঢাকার আবুজার গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (বিবিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র অনন্ত হালদার (২২) ও অপর পক্ষের কৃষ্ণ হালদার (৪০), যোগেন্দ্র হালদার (৩৫), নিরোদ বাড়ৈ (৪০), সুচিত্রা হালদার (৬০) ও কাকলী হালদার (১৮) আহত হয়। আহতদের কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন উভয় পক্ষের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় একজন ও অপর ঘটনায় আরেক জনকে আটক করা হয়েছে। এদিকে মহিলার সাথে ধাক্কা লাগার ঘটনায় নিতাই মণ্ডল (৩০) কে বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করেছে উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে বিপুল হালদার, যোগেন্দ্র নাথ রত্নের ছেলে অমৃত রত্ন, পণ্ডিত ঘরামীর ছেলে সদানন্দ ঘরামী ও অমূল্যের ছেলে ননী তার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে সেখানে তার চিকিৎসার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ অমূল্য হালদার নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন