সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোতলাগাড়ী ইউনিয়নের শাখা সভাপতি আনিছুর রহমান মন্টুকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই নেতাকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকায় শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। এদিকে মন্টুর পরিবারের দাবি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন