শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগ নেতার অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জির অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দৌলতদিয়া-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে আ.লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুর ১২টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে শহীদ ওহাবপুর, বসন্তপুর, আলীপুর ও মূলঘর ইউনিয়ন আ.লীগের কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধন কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল ও পরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় দু’পাশে শত শত বাস-ট্রাক আটকা পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. রমজান আলী খান, জেলা আ.লীগের প্রচার সম্পাদক অ্যাড মো. শফিকুল হোসেন, বসন্তপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, শহীদ ওহাবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ মো. ফরিদ, ইউপি চেয়ারম্যান প্রার্থী তোরাব আলী, শওকত হাসান ও জাকির হোসেন সরদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে আকবর আলী মর্জিকে অপসারণ করা না হলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে স্থায়ীভাবে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন