ভারত সরকার সেনা, নৌ ও বিমানবাহিনীর আঞ্চলিক কমান্ডগুলোর সমন্বয়ে থিয়েটার কমান্ড গঠন করতে চায় বলে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা দেয়ার পরপরই এই ধারণা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে বিরোধের কথা প্রকাশ করে দেন যে নৌ বাহিনীর এক কমকর্তা। তখন থেকে স্থবির হয়ে আছে ধারণাটি। থিয়েটার কমান্ড হলো সবেচেয়ে আধুনিক সামরিক কাঠামো : চীন ও পাকিস্তানে সেনাবাহিনী রয়েছে সর্বোচ্চ অবস্থানে এবং অন্য বাহিনীগুলো এর সম্প্রসারণ মাত্র। ভারতের একমাত্র থিয়েটার কমান্ড হলো এএনসি (আন্দামান ও নিকোবার)। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সীতারামন জানান কীভাবে সরকার এই ধারণা নিয়ে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘আমরা একটি বটম-আপ এপ্রোচ চাই। প্রথমে ভিত্তি তৈরি করে তার সঙ্গে স্তর যোগ করবো। সাউথ এশিয়ান মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন