শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজেপিকে ভোট দেয়ার অপরাধে স্ত্রী তালাক

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আসামে বিজেপিকে ভোট দেয়ার অপরাধে এক নারীকে তালাক দিয়েছেন তার স্বামী। এর মধ্যদিয়ে সমাপ্তি ঘটেছে তাদের ১০ বছরের দাম্পত্য জীবনের। আসামের সোনিতপুর জেলার দোনাম আদ্দাহাতি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে অনলাইন সংবাদ সংস্থা। এতে বলা হয়েছে, রাজনৈতিক মতানৈক্য কি তীব্রভাবে মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তার একটি বড় প্রমাণ হলো এ ঘটনা। আইনুদ্দিন নামের ওই ব্যক্তি তার স্ত্রী দেলোয়ারা বেগমকে তার পছন্দ অনুযায়ী কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে বলেন। কিন্ত দেলোয়ারা ভোট দেন বিজেপি প্রার্থীকে। কিন্তু তার স্বামী ও গ্রামের সবার নির্দেশনা ছিল কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়ার। সে নির্দেশ না মেনে দেলোয়ারা বেগম ভোট দেন বিজেপি প্রার্থীকে। এতে তার স্বামী ক্ষিপ্ত হন। এর ফলে তিনি স্ত্রীকে তালাক দেন। নানা কারণে দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে থাকে। কিন্তু এ ধরনের একটি ঘটনায় কারো বিবাহ বিচ্ছেদ হওয়ার ঘটনা বিরল। রাজনৈতিক অসহিষ্ণুতার একটি খারাপ প্রভাব হিসেবে নজর কেড়েছে এ ঘটনাটি। জিনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন