শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ দাবানল সুইডেনে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 সুইডেনে স্মরণকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি। প্রচÐ তাপদাহের সময় আর্কটিক সার্কেলের কিছু অংশসহ নরডিক অঞ্চলের বহু বন আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য স্টকহোম তার প্রতিবেশী এলাকার সাহায্য চেয়েছে। স্থানীয় এলাকাবাসীকে ধোঁয়া থেকে বাঁচতে দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। অগ্নিনির্বাপণের জন্য দুইটি ইতালিয়ান প্লেন ও নরওয়ে থেকে ছয়টি হেলিকপ্টার সেন্ট্রাল সুইডেনে পাঠানো হয়েছে বলে জানান,দেশটির বেসামরিক সংস্থা এমএসবি। আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ আরও বেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। ১২ বছরের মধ্যে সুইডেনবাসী এমন ভয়াবহ দাবানল দেখেনি বলে জানান,এক উদ্ধারকারী কর্মকর্তা। ইউরোপীয় কমিশনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের কারণে দেশটির জনগণ ‘খুবই ঝুঁকি’র মধ্যে রয়েছে। ডেইলি এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন