ইনকিলাব ডেস্ক ঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক ফেডেরিকা মোঘেরিনি গতকাল তেহরান এসে পৌঁছেছেন। ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি হওয়ার পর দেশটিতে এটাই তার প্রথম সফর। মোঘরিনির সঙ্গে ইইউ’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা রয়েছে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। মোঘেরিনি ছয় বিশ্বশক্তির প্রধান আলোচক ছিলেন। তিনি একদিনের সফরে ইরান এসেছেন। ইরান আসার আগে মোঘেরিনি বলেন, দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনায় ব্যাংকিং, বিনিয়োগ ও বাণিজ্য এবং সিরিয়া ও ইয়েমেনে সংঘাতের বিষয়গুলো প্রাধান্য পাবে। সিরিয়া ও ইয়েমেনে শান্তি প্রচেষ্টায় ইরানের সহযোগিতা চায় পশ্চিমা বিশ্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন