বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গোলান ফিরিয়ে নেয়ার তৎপরতা সিরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার গোলান মালভূমি থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার তৎপরতা শুরু করেছে। ইসরাইল অধিকৃত গোলান মালভূমির নিকটস্থ এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার পদক্ষেপ নেয়া হয়। আত্মসমর্পণ চুক্তি করার মধ্য দিয়ে সন্ত্রাসীদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইনইতরা প্রদেশে শুক্রবার কয়েকটি বাস গেছে। সপ্তাহান্তে অস্ত্র সংবরণে সম্মত হয়েছে একদল সন্ত্রাসী এবং তাদের সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য ওখানে গেছে বাসগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের কথিত একটি গোষ্ঠী এ খবর দিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় চলতি সপ্তাহে এ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কুইনইতরা এলাকায় অধিকৃত অঞ্চলকে মুক্ত করা হবে এবং এ অঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হবে। দামেস্ক সরকারের আওতায় যে সব সন্ত্রাসী জীবন-যাপন করতে চাইবে না তাদের উত্তরাঞ্চলীয় সিরিয়ায় চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন