বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসামে মানবিক সঙ্কট সৃষ্টি করতে পারে এনআরসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় নাগরিক নিবন্ধনে (এনআরসি) হালনাগাদের সাথে সমস্যাগুলো সরেজমিনে খতিয়ে দেখতে দিল্লি থেকে একটি তদন্ত দল আসামে কাজ করেছে। এই উদ্যোগ গ্রহণ করে ইউনাইটেড অ্যাগেইনস্ট হেইট (ইউএএইচ) নামের একটি মানবাধিকার সংস্থা। দলের সদস্যদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের সাবেক প্রধান এস আর দারাপুরি, সিনিয়র সাংবাদিক অমিত সেনগুপ্ত, অ্যাক্টিভিস্ট নাদিম খান। এছাড়া আরো ৯ সদস্য ছিলেন দলে। তারা আসামের বিদ্যমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। আসামে মানবিক সঙ্কট দেখা দিতে পারে বলে সীমাক্ষা প্রতিবেদনে দাবি করা হয়। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে প্রতিবেদনটি প্রকাশ করেন। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অমিত সেনগুপ্ত বলেন, এনআরসি হালনাগাদ করার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে নারীরা। প্রায় তিন হাজার লোককে কারাগারে পাঠিয়ে তাদেরকে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে। ইউএএইচের আহŸায়ক নাদিক খান জানান, অনেক বাংলা ভাষাভাষী হিন্দু ও মুসলিমও এতে সমস্যায় পড়ছেন। তিনি দাবি করেন, আসামে ধর্মভিত্তিক কোনো বৈষম্য না হলেও ভাষাভিত্তিক বৈষম্য রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, সরকারের নাগরিকত্ব সংশোধন বিল ২০১৬ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটি পরিস্থিতিকে আরো খারাপ করেছে। এতে বলা হয়, সরকার ও বিরোধী দল বিষয়টি সমাধানের জন্য যথাযথভাবে এগিয়ে আসছে না। এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন