বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএমএফ প্রধানকে নিয়ে বিমানের জরুরি অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ৩:২৮ পিএম

আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্ডকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে আর্জেন্টিনায়। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক লগার্ডকে বহন করছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারসসের এজেইজা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। কিন্তু বিমানটি উড্ডয়নের পর আর্জেন্টিনার রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার যাওয়ার পর কেবিনে চাপ কমতে থাকে (ড্রপ ইন কেবিন প্রেসার)। এ অবস্থায় বিমানটি ফেরত যায় এজেইজা বিমানবন্দরে। স্থানীয় পত্রিকা ক্লারিন অ্যান্ড লা ন্যাসিয়ন এবং স্থানীয় টেলিভিশন স্টেশন টিএন’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, জি-২০র অর্থ মন্ত্রীদের ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতে আর্জেন্টিনায় অবস্থান করছিলেন ক্রিস্টিন লগার্ড। এ বিষয়ে আইএমএফ মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। ওই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়েছে কিনা তাও জানা যায় নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন