বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উচ্চ ঝুঁকিতে এইডস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


এইডস প্রতিরোধ ও চিকিৎসায় এখনই আরো অতিরিক্ত অর্থ ব্যয় করা সম্ভব না হলে প্রাণঘাতী এ রোগের মহামারীর ঝুঁকি ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে আন্তর্জাতিক এইডস সম্মেলন শুরুর আগে বিশেষজ্ঞরা এ সতর্কতা দিয়েছেন। মার্কিন এইডস গবেষক ও কূটনীতিক মার্ক দিবুল বলেছেন, নতুন নতুন সংক্রমণের ঝুঁকিপূর্ণ হার, এইডসের প্রকোপ বেশি এমন দেশগুলোতে তরুণ ও নতুন দম্পতিরা আক্রান্ত হওয়ায় বিশ্বে মহামারীর মতো এই সঙ্কট শুরু হতে পারে। সম্মেলন শুরুর আগে মার্কিন ওই গবেষক বিশেষ এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, আমাদের কাছে যদি যথেষ্ট পরিমাণে অর্থ না থাকে, তাহলে এ বিপর্যয় ঘটবে।
আন্তর্জাতিক এইডস সম্মেলন-২০১৮ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি এ মুহূর্তে আমস্টারডামে অবস্থান করছেন। ২৩ জুলাই থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২৭ জুলাই পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন