বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হোয়াইটওয়াশ লজ্জা

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

টেস্ট ক্রিকেটে এবার দক্ষিণ আফ্রিকাকে লজ্জা দিল শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের দ্বিতীয় ম্যাচটি ১৯৯ রানে জিতে দুই ম্যাচ সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে লঙ্কানরা। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৩৮ রানের জবাবে সবক’টি উইকেটে মাত্র ১২৪ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দূরত্ব অনেক। আর সেটাই পরে আর কাটিয়ে উঠতে পারেনি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে সফরকারীরা অলআউট হয়ে যায় ২৯০ রানে।
২৩ রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা ডানহাতি ব্যাটসম্যান ডি ব্রæইন। বলতে গেলে একাই দলকে টেনে নেয়ার চেষ্টা করেন তিনি। তবে তার লড়াইটা শেষ পর্যন্ত হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে লাগেনি। ৪৯০ রান তাড়া করে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। সেটা সম্ভব না হলেও লড়াই করেছে প্রোটিয়ারা। ডি ব্রæইন। এই ব্যাটসম্যান একটা প্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিয়েছেন বলতে গেলে একদম শেষ পর্যন্ত। অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার পর হার মেনে নিতে আর সময় নেয়নি দক্ষিণ আফ্রিকা। ২৩২ বলে ১২ বাউন্ডারিতে ১০১ রান করেন ডি ব্রæইন। টেম্বা বাভুমা করেন ৬৩ রান। মূলত রঙ্গনা হেরাথের ঘূর্ণির সামনেই সোজা হয়ে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। হেরাথ একাই নেন ৬ উইকেট। ২টি করে উইকেট পান আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন