বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এগোতে চান না কিম

রকেট উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করেছে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

১৯৫০ সালে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের করা অস্ত্রবিরতি চুক্তিটি স্থায়ীভাবে শান্তিচুক্তিতে রূপান্তর করে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কিম জং উন সরকারকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা চান কিম জং উন। এ ধরনের কোনো নিশ্চয়তা না পেলে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আর চালিয়ে যেতে চান না তিনি। উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন, পরমাণু বোমা পরীক্ষা স্থগিত করা, একটি পরমাণু ক্ষেত্র বন্ধ করা এবং মার্কিন সৈন্যদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া শুরুর মাধ্যমে তারা অনেক কিছু করেছেন। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আর তারা সামনে এগাতে চায় না। অন্যদিকে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তিতে যেতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেতে হবে ট্রাম্প প্রশাসনকে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্প ব্যক্তিগতভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা থমকে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তবে সোমবার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘আলোচনার অগ্রগতিতে আমি খুশি। আমাদের কোনো তাড়া নেই।’ অপর এক খবরে বলা হয়, নিজেদের একটি প্রধান রকেট উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট থেকে তোলা সোহায়ে রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা থার্টি এইট নর্থ। তারা বলছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়। ১২ জুনের ওই বৈঠকে কোনও সময় সীমা বা কখন এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সূচি বলা হয়নি। তবে বৈঠকের পর দ্রæত এই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙার খবর পাওয়া গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন একটি ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নির্দিষ্ট করে কোনও কেন্দ্রের নাম বলেনি। তবে উত্তর কোরিয়া সোহায়েকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। তবে মার্কিন কর্মকর্তারা সন্দেহ করছিল যে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য এটা ব্যবহার করা হতো। সোমবার সকালের দিকে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য তিনি ‘খুব খুশি’। তিনি বলেন, পিয়ংইয়ং গত ৯ মাসে কোনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি বা কোনও পরমাণু পরীক্ষা চালায়নি। বিবিসি, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন