শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তানে এই প্রথম একজন নারী বিচারপতি একটি প্রদেশের প্রধান বিচারপতির নিয়োগ পেয়েছেন। তিনি হলেন বিচারপতি সৈয়দা তাহিরা সফদার।
গতকাল মঙ্গলবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গত সোমবার তাহিরাকে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসার বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে মনোনীত করেন।
আগামী ১ সেপ্টেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মুসকানজাই অবসরে যাচ্ছেন। একদিকে মুসকানজাই অবসরে যাবেন এবং অন্যদিকে প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি তাহিরা সফদার।
বিচারপতি তাহিরা আগামী বছরের ৫ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন বলে জানা গেছে। তিনি ১৯৫৭ সালের ৫ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্ম গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন