বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ৯:৪৫ এএম | আপডেট : ১০:১২ এএম, ২৫ জুলাই, ২০১৮

অতিবৃষ্টির কারণে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহতরা মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আক্তার (১৬), কাফিয়া আক্তার (১০), আবুল খাইর (১০) ও কাইরুন্নেসা (৬)। ভোরে গুমন্ত শিশুদের উপর পার্শবর্তী পাহাড় ধসে পড়লে ৪ শিশু নিহত হয়।

একইভাবে রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার পেঁচারঘোনার জাফর আলমের ৬ বছরের শিশু সন্তান মুর্শেদ আলম পাহাড় ধসে
নিহত হয়। রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানাগেছ।

এদিকে গোটা কক্সবাজারে রাত থেকে প্রবল বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে জেলার নিন্মাঞ্চল বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। আরো পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন