বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সমুদ্রে নিখোঁজ হওয়া ৬৬ জেলের মধ্যে ৩ জেলে উদ্ধার

বরগুনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৬৬ জেলেদের মধ্যে ৩ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া নামক স্থান থেকে তাদের জীবিত উদ্ধার করে অন্য ট্রলারের জেলেরা। উদ্ধারকৃত জেলেরা হলেন- এফবি শাহজালাল ট্রলারের মাঝি মোঃ নাসির, মোঃ মনির হোসেন ও মোঃ শাকিব। তারা সবাই গুরুতর অসুস্থ। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় স্থানীয় বিকাশ বাবু নামে এক জেলে নাসির মাঝি ও মনির হোসেনকে জালে বাধা ফন্টুফসহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। অপরদিকে মান্দারবাড়িয়ার পশ্চিমে শাকিব নামে অপর এক জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অপর জেলেরা মংলায় নিয়ে যায়।
এছাড়া নাসির মাঝি ও মনির হোসেনকে এফবি সীমা-২ নামে ট্রলারে করে পাথরঘাটা নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ৩ জেলেই বরগুনার পাথরঘাটার শাহিন ফিটারের মালিকানাধীন এফবি শাহজালাল ট্রলারের জেলে। এর আগে গত শনিবার (২১ জুলাই) সকালে ঝড়ের কবলে পড়ে অনেক ট্রলার নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্যোগে ৬টি ট্রলার গভীর সমুদ্রে জেলেদের সন্ধানের জন্য পাঠানো হয়। তাদের সঙ্গে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৫ ট্রলারসহ ৬৬ জেলে নিখোঁজ রয়েছে। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনএস ওসমান, বিএনএস নিশান ও বিএনএস দুর্গম নামে তিনটি জাহাজ গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে। তবে প্রতিকুল আবহাওয়ার জন্য উদ্ধার কার্য্য ব্যহত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন