শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় আইএস

সিরিয়ায় ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ২৫০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে ২৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে বৃহস্পতিবার একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। বুধবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুয়েইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা হয়। ইসলামিক স্টেট (আইএস) পরে সমন্বিত এ আক্রমণের দায় স্বীকার করে। খবরে বলা হয়, বুধবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুয়েইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় হয়; ইসলামিক স্টেট (আইএস) পরে সমন্বিত এ আক্রমণের দায় স্বীকার করে। হামলার পর শহরটির পূর্ব প্রান্তে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের বন্দুকযুদ্ধও চলে বলে জানিয়েছে বিবিসি। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গত কয়েক মাসের মধ্যে বুধবারের এ জঙ্গি হামলাতেই সবচেয়ে বেশি রক্ত ঝরল। সিরিয়ার দক্ষিণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলো দখলমুক্ত করতে আসাদবাহিনী ও তার মিত্র রাশিয়ার সা¤প্রতিক অভিযানের মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমে আইএসের এ হামলা হল। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বুধবার সুয়েইদার ভেতরে ও বাইরে, রাজধানী দামেস্কের দক্ষিণে এবং উত্তর ও পূর্বের বেশ কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় আইএস। তারা গ্রামগুলোর বাসিন্দাদের হত্যা করে এবং বাড়িঘরও জ্বালিয়ে দেয়। সমন্বিত এ হামলায় অন্তত ২২১ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি; এদের মধ্যে ১২৭ জনই বেসামরিক। সরকার সমর্থক রেডিও স্টেশন শাম এফএমকে দেওয়া তথ্যে সুয়েইদার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২১৫ ও আহত ১৮০ বলে নিশ্চিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে কেবল সুয়েইদার একটি বাজারে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছিল। রয়টার্স, ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
রনি ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫২ এএম says : 0
আই এস সহ সকল সনএাসৗ গোষঠৗ তৈরি করেছে আমেরিকা ইসরায়েল এবং সৌদি আরব এবং এদের পিছনে প্রতিমাসে কোটি কোটি ডলার খরচ করছে এই তিনটি সনএাসৗ রাষ্ট্র.
Total Reply(0)
হাবিলদার ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:৩৯ পিএম says : 0
সকল সনএাসৗ গোষঠৗ গুলো কে লালন পালন পৃষ্টপোষকতা করছে সনএাসৗ রাষ্ট্র আমেরিকা ইসরায়েল এবং সৌদি আরব.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন