বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ কেন্দুয়ায় ১২টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : আগামী ২৩ এপ্রিল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ভোটাররা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি-না তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা ও সংশয় শুরু হয়েছে। এমতাবস্থায় ভোট প্রদানের প্রতি সাধারণ ভোটাররা তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন।
কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধশত কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও ওইসব কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে গন্ডা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠান, সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়, কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দিয়া-বাজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। ওইসব ভোট কেন্দ্রগুলোর মধ্যে গন্ডা ও কাওড়া কেন্দ্রে গত উপজেলা পরিষদ নির্বাচনে জোরপূর্বক সীল মারা, ব্যালট বাক্স ছিনতাই ও গুলিবর্ষণের মত ঘটনাও ঘটে। এ নিয়ে এখনো আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে কাওড়া গ্রামের স্বতন্ত্র প্রার্থী মুখলেছুর রহমান উল্লেখ করেন। এছাড়া ভাটলাড়া, শিবপুরসহ আরো কয়েকটি কেন্দ্রেও জোরপূর্বক জাল ভোট প্রদান করায় অনেক ভোটার তাদের ভোট প্রদান থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন। তাই আগামী ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ ভোটারদের মাঝে ততই উদ্বেগ-উৎকন্ঠা এবং শঙ্কা ততই বেড়ে চলেছে। তাদের একটাই প্রশ্ন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরে আসতে পারবো তো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন