শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফ উপকুলে নৌকা ডুবে নিখোঁজ ৬ জেলের ৫ জন ফিরে এসেছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ২:৫৫ পিএম

টেকনাফের সাবরাং উপকূলে বঙ্গোপ সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে নিখোঁজ ৬ জেলের ৫ জন ফিরে এসেছে। অপর এক জেলেকে এখনো পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকালে উপকূলের সাবরাং বঙ্গোপসাগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি বলে জানাগেছে।

এ ঘটনায় পাঁচজন জেলে সাঁতরিয়ে কূলে ফেরত আসতে পারলেও এক জেলে রাত নয়টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আলী হোসেন (৩০) টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।

সাবরাং মুন্ডার ডেইল মাছঘাট সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও ডুবে যাওয়া নৌকার মাঝি মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার ভোররাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা জামাল হোসেনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা করে ছয় মাঝিমাল্লা সাগরে যায়। মাছ ধরারত অবস্থায় সকালে হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়লে নৌকাটি উল্টে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন