বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাজধানীর গুলশান নিকেতনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুলশানের নিকেতন এলাকার একটি প্লটে রাজউকের নকশা বহির্ভূতভাবে ইমারত নির্মাণ কাজ চলছে এমন অভিযোগে রোববার নির্মাণস্থলে অভিযান চালিয়েছে দুদক। সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে রাজউকের অথরাইজড অফিসার মোঃ আদিলুজ্জামান ও পুলিশসহ ছয় সদস্যের একটি টিম অভিযানে অংশ নিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বলে ইনকিলাবকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক জানায়, নিকেতন আবাসিক এলাকার বøক-ডি, রোড নম্বর ১০/২ এ অবস্থিত ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১০২ নম্বর প্লটটিতে রাস্তার জন্য ৪ দশমিক ১ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও মাত্র এক ফুট জায়গা ছেড়েছে। বাকী ৩ দশমিক ১ ফুট অবৈধ দখল করেছিল। এ অবৈধ দখল ছাড়তে রাজউক ১৬ জুলাইত নোটিশ প্রদান করলেও ভূমি মালিক হোসাইন আহমদ রাজউকের নোটিশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। দুদকের হস্তক্ষেপে আজ তাৎক্ষণিকভাবে বিধি বহির্ভূত এ নির্মাণ কাজ বন্ধ হয় এবং অবৈধ একটি পিলারের অংশ ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অংশ রাজউক কর্তৃপক্ষ দ্রæতই বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলবে বলে রাজউকের অথরাইজড অফিসার প্রকৌশলী আদিলুজ্জামান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন