শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যশোরে টিআর প্রকল্পে লুটপাট

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

যশোর নতুন উপশহরে টিআর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ কাজ না করে চারটি প্রকল্পের প্রথম কিস্তির চেকের টাকা তুলে নেয়া হয়েছে। যশোর সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এমপি কাজি নাবিল আহমেদের মাধ্যমে সরকার প্রতিবছর এই প্রকল্পের টাকা বরাদ্দ করে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য। বেশির ভাগ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা এসব প্রকল্প বরাদ্দ পায়। এ বছর দ্বিতীয় পর্যায়ে নতুন উপশহর এলাকায় চারটি প্রকল্প বরাদ্দ হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে উপশহর ইউনিয়নের সি ব্লক ১ নং ও ৩ নং লাইনের রাস্তা সংস্কার। টাকা বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার। বি-ব্লক মসজিদের পেছনে কাচা রাস্তা সংস্কার, টাকা বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার। ই-ব্লক নুরু মিয়ার বাড়ির সামনে হতে রকিব মোস্তফার বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন, টাকা বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজ, টাকা বরাদ্দ করা হয়েছে এক লাখ টাকা। কিন্তু এসব প্রকল্পের কোনোটির কাজ হয়নি।
সূত্রটি জানিয়েছে, নিয়মানুযায়ী প্রকল্পের কাজের চেক পাওয়ার পর ১০ দিনের মধ্যে কাজ শুরু করতে হয়। কিন্তু চেক পাওয়ার পর আজ প্রায় ১৫ দিনের বেশি অতিবাহিত হলেও কোনো কাজ করা হয়নি। এলাকাবাসী অভিযোগ করেছেন, যাদের নামে প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে, তারা সবাই আওয়ামী ও যুবলীগের নেতাকর্মী। ইতোমধ্যে প্রকল্প বরাদ্দপ্রাপ্তরা চেকের প্রথম কিস্তির টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন