মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচক সমাপ্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

দোহাতে গত সপ্তাহে মার্কিন সিনিয়র কূটনীতিক ও তালেবান প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য অস্ত্রবিরতি নিয়ে যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত ইতিবাচকভাবে শেষ হয়েছে এবং বৈঠকে আরও এ ধরনের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে জ্ঞাত সূত্র এ কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তালেবান প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বৈঠকের রিপোর্টটি প্রথম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, চার সদস্যের প্রতিনিধিদের মধ্যে তিনিও ছিলেন। বৈঠকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা গেছে। দোহার একটি হোটেলে খুবই বন্ধুত্বসুলভ পরিবেশে ওই বৈঠক হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “এটাকে শান্তি আলোচনা বলা যাবে না। আনুষ্ঠানিক ও উদ্দেশ্যপূর্ণ আলোচনার জন্য ধারাবাহিক বৈঠক করতে হবে। আমরা শিগগিরই আবার আলোচনার ব্যাপারে রাজি হয়েছি এবং আলোচনার মাধ্যমে আফগান সহিসংতা নিরসনের ব্যাপারে একমত হয়েছি”। তিনি বলেন, তালেবানদের দাবির প্রেক্ষিতে আফগান সরকারের কোন প্রতিনিধি ওই আলোচনায় ছিল না। তালেবান কর্মকর্তা বলেছেন, সিনিয়র নেতাদের অনুমোদন নিয়েই এই আলোচনা হয়েছে। দুই পক্ষ আলোচনা করেছে যাতে দুটো রাজ্যে তালেবানদের অবাধে চলাচল করতে দেয়া হয় এবং তাদের উপর কোন হামলা না করার প্রতিশ্রুতি দেয়া হয়। প্রেসিডেন্ট আশরাফ ঘানি অবশ্য এ ধারণা নাকচ করে দিয়েছেন। একই সাথে তারা আফগান সরকারে তালেবানদের অংশগ্রহণ নিয়েও আলোচনা করেছেন। তালেবান কর্মকর্তা বলেন, “তারা যে একটি মাত্র দাবি জানিয়েছে, সেটা হলো আফগানিস্তানে তাদের সামরিক ঘাঁটি গড়তে দেয়া”। দোহাতে তালেবানদের রাজনৈতিক অফিস রয়েছে। সা¤প্রতিক মাসগুলোতে সেখানে মার্কিন কর্মকর্তাদের সাথে তালেবানদের আরও দুবার বৈঠক হয়েছে। দ্বিতীয় এক তালেবান কর্মকর্তা বলেন, “মার্কিন কর্মকর্তাদের সাথে আমাদের তিনটি বৈঠক হয়েছে এবং অর্থপূর্ণ দর কষাকষির জন্য আমরা আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছি”। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন