শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইংল্যান্ডকে আইসিসির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বার্মিংহ্যামের এজবাস্টনে আগামীকাল বিকেলে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজের শুরুর এই ম্যাচটি দিয়ে ‘অভূতপূর্ব’ এক মাইলফলক স্পর্শ করবে তারা। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এক হাজারতম টেস্ট খেলবে ইংলিশরা। এমন দিনে আইসিসি অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে।
বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহর বলেছেন, ‘হাজারতম টেস্ট খেলতে যাওয়া ইংল্যান্ডের পুরুষ দলকে ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাতে চাই। প্রথম দেশ হিসেবে তারা এই মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে। এই ঐতিহাসিক ম্যাচে আমি ইংল্যান্ডকে শুভেচ্ছা জানাই। আশা করবো তারা খেলোয়াড় তৈরি করতে থাকবে, যারা দারুণ পারফরম্যান্স করে টেস্ট ক্রিকেটকে অনুপ্রাণিত করবে।’
১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের। তারপর খেলেছে ৯৯৯টি ম্যাচ। জিতেছে ৩৫৭টি এবং হার ২৯৭ ম্যাচে। ড্রতে শেষ হয়েছে ৩৪৫ ম্যাচ। হাজারতম টেস্টের ভেন্যু এজবাস্টনে ইংল্যান্ড খেলেছে ৫০ টেস্ট, যার ২৭টিতে জয় ও হার ৮ ম্যাচে। ড্র হয়েছে ১৫টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন