শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মায়ের দোয়াতেই বাজিমাত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মায়ের দোয়াতে বাজিমাতের পথে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচনী প্রচারনাকালে বৃদ্ধা মা আমিনা ওসমান একটি ভিডিও ক্লিপে একমাত্র পুত্র আরিফের জন্য ভোটের প্রচারনা করে। ভোট চাওয়ার এক পর্যায়ে অরিফের বৃদ্ধা মা বলেছিলে, আমি বলছি আমার ছেলে পাশ করবে। মায়ের দেই দোয়াতেই সকল বাধা বিপত্তি পেরিয়ে নাটকীয় বিজয়ের পথে এখন আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের চুড়ান্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরানের চেয়ে এগিয়ে রয়েছেন ভোটে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সিসিকের ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় জানান, ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তাদের ভোটের ব্যবধান ৪ হাজার ৬২৬।
আলীমুজ্জামান আরো জানান, সিসিকের মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে বাকি দুই কেন্দ্র স্থগিত করা হয়। স্থগিতকৃত ওই দুই ভোটকেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭। স্থগিতকৃত ওই দুই কেন্দ্রে নির্বাচন হলে কামরান যদি সকল ভোট পান, তবে তিনি আরিফের চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। আর যদি আরিফ স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আরও ১৬২ ভোট পেয়ে যান, তবে তিনিই বিজয়ী হবে।
এক্ষেত্রে উল্লেখ্য যে, যদি স্থগিতকৃত ওই দুই কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হয়, তবে কামরানের পক্ষে পুরো দুই কেন্দ্রের ৪ হাজার ৭৮৭ ভোট তথা শতভাগ ভোট পাওয়া খুবই কঠিন হবে। বিপরীতে আরিফের পক্ষে ওই দুই কেন্দ্র থেকে মাত্র ১৬২টি ভোট পাওয়া খুবই সহজ। তাই আগেভাগেই বলে দেয়া যায়, সিসিকের চতুর্থ নির্বাচনে মেয়র পদে আরিফের জয় নিশ্চিত।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের ১০ হাজার ৯৫৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান ২ হাজার ১৯৫ ভোট, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ২৯২ ভোট পেয়েছেন।
এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ৫৮২ ভোট পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন