গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চড়আফড়া গ্রামের একটি আখ ক্ষেত থেকে গতকাল সোমবার সকালে দুই দিন আগে নিখোঁজ হওয়া ফাহাদ (৭) নামে শিশু শ্রেণীতে পড়ুয়া ছাত্রের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। ফাহাদ ওই গ্রামের কৃষক হাসেম মন্ডলের ছেলে। জানাগেছে, গত ১৬ এপ্রিল দুপুর থেকে তার পরিবারের সদস্যরা ফাহাদকে খুজে পাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয়রা নিজ বাড়ীর অদূরে থাকা একটি আঁখ ক্ষেতের মধ্যে ক্ষত বিক্ষত ও অর্ধগলিত অবস্থায় ফাহাদের লাশ পাওয়া যায়। সকাল ১১টার দিকে পাংশা থানা পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ফাহাদের মা সাথে তার স্বামীর পূর্বের পক্ষের স্ত্রী ও সন্তানদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের অংশ এ নির্মম হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে।
মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
রাজবাড়ী জেলা সদরের ধুনচী এলাকায় মোনাক্কা আলভী বালিকা এতিমখানার সংলগ্ন ধুনচী কাদেরিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার। নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের ছোট বোন খন্দকার রুমানা রহমান নারজু, ধুনচী কাদেরিয়া জামে মসজিদের সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক এনায়েতুন হাসনায়েতুন রওশন প্রমুখ। মোনাক্কা আলভী বালিকা এতিমখানার সংলগ্ন ধুনচী কাদেরিয়া জামে মসজিদের নির্মাণ কাজের রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের ছোট বোন খন্দকার রুমানা রহমান নারজু তার ব্যাক্তিগত তহবীল থেকে ৫ লক্ষ টাকা প্রদান করেন। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন এই মসজিদ নির্মাণে বাকি যে অর্থ প্রয়োজন হয় তিনি এবং তার মেঝো ভাই রাজবাড়ী চেম্বারস অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী প্রদান করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন