বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দু’শতাধিক আইএস সদস্যের আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আফগানিস্তান সরকারের কাছে ইসলামিক স্টেটের ২০০-এর বেশি যোদ্ধা আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও তালেবানের আশা, দেশটির উত্তরাঞ্চল চরপন্থীদের হাত থেকে মুক্ত করতে এটি অনেক বড় পদক্ষেপ। তালেবানের সঙ্গে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে পরাজিত হওয়ার পর বুধবার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় আইএসের এসব সদস্য। এ সংঘর্ষে আইএসের ৪০ সদস্য নিহত হয়। আফগানিস্তানে আইএসের অন্যতম কমান্ডার মুফতি নেমত মুঠোফোনে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি ও তার ২০০-২৫০ জন যোদ্ধা আফগানিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা খুবই বিপর্যস্ত। সংঘর্ষের কারণে দুই থেকে তিন রাত তারা ঘুমাতে পারেননি। নিউ ইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন