বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন ছিলেন বহু গুণের অধিকারী

৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় আল্লামা ইমাদ উদ্দিন চেীধুরী ফুলতলি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেনের স্মৃতিচারণ করে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চেীধুরী ফুলতলি বলেছেন, প্রতিটি অঙ্গণেই সফলতা ও ন্যায-নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন তিনি। অতি সাধারণ জীবন-আচরণ, আল্লাহর ও রাসুলের ভালবাসা, জ্ঞানস্পৃহা, ব্যক্তিগত আমল- আখলাক এসব কিছুর কারণে তার ব্যক্তিত্ব ছিল আমাদের কাছে দৃষ্টান্ত স্বরুপ। তিনি বহুগুনের অধিকারী এক মহান ব্যক্তিত্ব। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহ্মুদ হোসেনের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মূল প্রবন্ধে এসব কথা বলেন। সৈয়দ এ বি মাহমুদ হোসেন স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
হযরত আল্লামা ইমাদ উদ্দিন চেীধুরী ফুলতলি আরো বলেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ আবুল বশর মাহমুদ হোসেন সিলেট তথা বাংলাদেশের বহুল পরিচিত ঐতিহ্যবাহী সায়্যিদ পরিবারের সন্তান,হযরত নাসির উদ্দিন সিপাহসালার (র.) এর অধঃস্তন বংশধর। তাঁর সাথে আমার সর্ম্পকে বুনিয়াদি মূলত: দ্বীনি কারণে। তিনি জীবনের বাঁকে বাঁেক অনেক দ্বায়িত্ব পালন করেছেন। প্রারম্ভিকালে তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন। পরবর্তীতে তিনি প্রধান বিচারপতির পদ অলংকৃত করেছেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হওয়ার পর আমাদের মতো মানুষের নিকট তিনি ছিলেন এক দুনিয়াবিরাগী সূফী সাধক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন