বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীসহ উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ২:০৭ পিএম

রাজশাহীসহ উত্তরাঞ্চলের সব সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে কোনো বাস ছাড়েনি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বাস মালিকেরা। তবে বাসের নিরাপত্তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে। তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। নিরাপত্তার কারণে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাতে বাস চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাস না চলার এমন সিদ্ধান্তের কথা অনেকেই জানতেন না। এদিকে টাঙ্গাইল থেকেও সব সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীতে প্রবেশ করেনি কোন বাস। বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েন সাধারন যাত্রীরা। রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন