শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাজী দানেশের ছাত্রকে পেটানোর প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ৭:৪৫ পিএম

মটর শ্রমিকদের হাতে ছাত্র প্রহৃত হওয়ার ঘটনায় দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে।

আজ বিকেলে নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদের একটি র‌্যালী সুইহারী কার- মাইক্রোবাস ষ্ট্যান্ড অতিক্রম করার সময় কে বা কারা একটি কারে ঢিল মারলে গ্লাস ভেঙ্গে যায়। এসময় শ্রমিকেরা তিন যুবককে আটক করে বেদম প্রহার করতে থাকে। এসময় হাজী দানেশের একজন ছাত্র মোবাইলে ভিডিও করলে শ্রমিকেরা তাকে ধরে প্রহার করে। পরিচয় দেয়ার পর তাকে ছেড়ে দেয় শ্রমিকেরা। ওই ছাত্র ক্যাম্পাসে যেয়ে প্রহারের কথা জানালে বিক্ষুদ্ধ ছাত্ররা মহাসড়ক অবরোধ করে। এখনও অবরোধ রয়েছে।
শ্রমিক কর্তৃক আটক তিন ছাত্রকে পুলিশ উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে এসেছে। বিষয়টি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল হক নিশ্চিত করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন