বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সম্পর্কোন্নয়নে চীন-রাশিয়ার প্রতিশ্রুতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে সকল কৌশলগত সহযোগিতার কাজ এগিয়ে নিতে তাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন। ওয়াং উল্লেখ করেন যে, দক্ষিণ আফ্রিকায় বৈঠককালে চীন ও রাশিয়ার নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে ঐক্যমতে পৌঁছেছেন। এর মধ্যদিয়ে চীন ও রাশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার দেশ হতে যাচ্ছে।
এ বছর চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে এ কথা উল্লেখ করে লাভরভ বলেন, এসব বৈঠক সফল করতে রাশিয়া চীনের সাথে একত্রে কাজ করার আশা করছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চীনের সাথে কৌশলগত সংলাপ ও সহযোগিতা জোরদারে রাশিয়া বদ্ধপরিকর। আন্তর্জাতিক অঙ্গনের অভিন্ন উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও তারা মতামত বিনিময় করেন। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন