শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১:০৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে এক দল শিক্ষার্থী। বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবির সঙ্গে সংগতি রেখে আজ তারা এই কর্মসূচি পালন করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে ইউনিফর্ম পরা ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে হাজির হয়। এরপর তারা যানবাহন চালকদের লেন মেনে চলতে বাধ্য করে। একই সঙ্গে চেক করতে থাকে গাড়ির লাইসেন্সও। গাড়ি ও চালকের লাইসেন্স পেলে ছেড়ে দিচ্ছে। না থাকলে মামলা দেওয়ার জন্য নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করছে।
 
এদিকে, টানা তৃতীয় দিনের মতো অঘোষিত বাস ধর্মঘট চলায় সেখানকার সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন