শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রয়টার্স সাংবাদিকদের মুক্তি দেয়ার আহবান পম্পেওর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমারে আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন। শনিবার সিঙ্গাপুরে এক আঞ্চলিক সম্মেলনের পার্শ্ববৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াও টিনকে এই আহবান জানান তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বার্মার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রয়টার্সের আটক দুই সাংবাদিকের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন তাদেরকে শিগগিরই মুক্তি দেওয়া উচিত এবং তাদের আটকের বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩১) ও কিয়াউ সয়ে ঊ (২৭)-কে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তারা রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক চালানো নিধনযজ্ঞ নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন