শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৌরীপুরে মেলার নামে জুয়ার আসরে ঝুঁকছে শিশুরা

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে চলছে বৈশাখী মেলার নামে জুয়ার আসর। কোমলমতি শিশুরাও ঝুঁকছে এই জুয়ার নেশায়। জুয়ার আসর বন্ধে অবগত করা সত্তে¡ও এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহল বর্তমানে উদ্বিগ্ন। এক্ষেত্রে পুলিশের ভাষ্য গৌরীপুর উপজেলায় কোথাও কোন জুয়া খেলা হয়না। গত শুক্রবার উপজেলার ২ নং ইউনিয়নের কোনাপাড়া কদমতলী বাজারে র‌্যাফেল ড্র’র নামে জুয়ার আসরের মঞ্চ ভেঙ্গে দিয়ে বিক্ষুব্ধ জনতা আয়োজকদের ধাওয়া করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ সাংবাদিকদের বলেছিলেন এই জুয়ার আসরের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে জানা গেছে ওই জুয়ার আসরের আয়োজকদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রোববার শ্যামগঞ্জ বাজারে রেলওয়ে মাঠে দুপুর থেকেই বৈশাখী মেলার নামে প্রকাশ্যে চলে জুয়ার আসর। উক্ত জুয়ার আসরের ব্যাপারে পুলিশকে জানানো হলে রহস্যজনক কারনে সন্ধ্যা ৭টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে পুলিশ আসার আগেই খবর পেয়ে আয়োজকরা তাদের জুয়ার আসর গুটিয়ে নেয়। স্থানীয় জনগণ জানায় বৈশাখী মেলার নামে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে, গোপনে ও নানা কৌশলে জুয়ার আসর চলছে। এসব জুয়ার আসরের ব্যাপারে পুলিশকে অবগত করাসহ ফেইস বুকে ছবি আপলোড করে প্রচার করা হলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে গৌরীপুর উপজেলায় দীর্ঘ দিন জুয়ার আসর বন্ধ থাকার পর পুনরায় চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন