শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যানবাহনশূন্য চট্টগ্রামে চরম জনদুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১১:৫১ এএম | আপডেট : ১২:২২ পিএম, ৫ আগস্ট, ২০১৮

যানবাহনশূন্য হয়ে পড়েছে চট্টগ্রাম। গণপরিবহন উধাও। এতে করে চরম দুর্ভোগের মুখে পড়েছে নগরবাসী। একই চিত্র জেলার সর্বত্রই। রোববার কর্মদিবসের প্রথমদিনে রাস্তায় নেমেই অসনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কয়েকদিনের টানা বিক্ষোভের কারণে নিরাপত্তার নামে অঘোষিত পরিবহন ধর্মঘটে মানুষকে দুর্ভোগে ফেলে পরিবহন মালিক ও শ্রমিকরা। গত কয়েকদিন রাস্তায় কিছু যানবাহন ছিলো। তবে পুলিশের পক্ষ আজ সকাল থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণার পর হঠাৎ করে সড়ক থেকে গণপরিবহন উধাও হওয়ায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শিক্ষার্থীরা বেলা পৌনে ১২টা পর্যন্ত কোথায় রাস্তায় নামেনি। ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর ওয়াসার মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানে বেশকিছু নেতাকর্মী জড়ো হয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। স্মারকলিপি পেশের আগে জেলা পরিষদ চত্বরে ছাত্রসমাবেশও হওয়ার কথা রয়েছে।
অপরদিকে নগরী ঘুরে দেখা গেছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন সংকটে দুর্ভোগ বেড়ে চলেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও কিছু সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করলেও নগরীসহ জেলার বিভিন্ন সড়কে গণপরিবহণ রাস্তায় চলাচল করছে না। গণপরিবহন সংকটের কারণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, ২ নম্বর গেইট, কালুরঘাট, আন্দরকিল্লা, নিউ মার্কেট, কাজিরদেউরি, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতুসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগামী লোকজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন