শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না- মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৫:২৬ পিএম | আপডেট : ৫:৩৭ পিএম, ৫ আগস্ট, ২০১৮

শিক্ষার্থীদের ওপর হামলা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলছে, নিরাপদ সড়কের দাবিতে শিশু ও ছাত্রদের নেতৃত্বে আন্দোলন পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গুটিকয়েক ব্যক্তি যেভাবে কান্ডজ্ঞানহীনের মতো সম্পদ বিনষ্ট, যেমন বাস ভাঙচুর করেছে তা ক্ষমা করার মতো নয়। তবে নিরাপদ বাংলাদেশের জন্য যে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছে তাদের ওপর বর্বর হামলা ও সহিংসতা কোন যুক্তিতেই সমর্থন করা যায় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৫ আগস্ট, ২০১৮, ১০:৩২ পিএম says : 0
মার্কিন দূতাবাসের এই বিবৃতী মনে হয় আওয়ামী লীগের উপর তারা যে রাগ তারই বহিঃপ্রকাশ। ,,,,,,,,,,,,,,,,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন