বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কিমকে ট্রাম্পের চিঠি হস্তান্তর

নিরস্ত্রীকরণ নিয়ে একতরফা পদক্ষেপ নয় : উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য প্রকাশ করেছে। এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার বার্তায় জানিয়েছেন, সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র সঙ্গে তার ‘কুশল বিনিময়’ হয়েছে। রি ইয়ং-হো তার মার্কিন সমকক্ষ পম্পেও’র সঙ্গে করমর্দনের পর ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাং কিম সাদা খামের মধ্যে ট্রাম্পের একটি চিঠি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট এ সম্পর্কে বলেছেন, সাক্ষাতে পম্পেও রি’র সঙ্গে আবার সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাতে সম্মতি দেন। তিনি বলেন, দু’দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বহু ক্ষেত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ভিত্তি দুর্বল করে দেওয়া এবং এ ইস্যুতে ভয়াবহ উদাসীনতার অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ওয়াশিংটন তার ‘উদ্বেগ’ প্রত্যাহার না করলে পিয়ংইয়ংও একতরফা পদক্ষেপ নিতে রাজি নয়। শনিবার সিঙ্গাপুরে আসিয়ান রিজিওয়াল ফোরামে এমন মন্তব্য করেন তিনি। এর আগে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরপরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য এলো। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেন, জুনে কিম ও ট্রাম্পের মধ্যকার চুক্তি বাস্তবায়নের ব্যাপারে পিয়ংইয়ং দৃঢ়প্রতিজ্ঞ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সিঙ্গাপুর সফর করেন। সম্মেলনে দেয়া বক্তব্যে রি ইয়ং-হো বলেন, জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের সাক্ষাতে যেসব সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন করতে পিয়ংইয়ং বদ্ধপরিকর। দুই নেতার সাক্ষাতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সমঝোতা হয়। কিন্তু গতকাল জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল অভিযোগ করেন, উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন