সব ধরণের নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অভিনেত্রী সারিকা সাবরিনকে। তার বিরুদ্ধে নাটকের শূটিং ফাঁসিয়ে দেয়ার অভিযোগ করেছেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। গত ১ আগস্ট থেকে সারিকার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ওইদিন থেকে আগামী ছয় মাস তিনি কোনো ধরণের নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে কাজ করতে পারবেন না বলে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমকে সারিকা জানিয়েছেন, নিষিদ্ধের চিঠি তিনি এখনো হাতে পাননি। যদি পান, তবে তার পক্ষ থেকে যা কিছু করণীয় সবই তিনি করবেন। প্রয়োজন হলে তিনি ক্ষমা চাইতেও প্রস্তুত বলে জানান। উল্লেখ্য, গত ১০ এপ্রিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে সারিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রযোজক বোরহান খান। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো শিল্পীর বিরুদ্ধে অভিযোগ উঠলে ৭২ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে হয়। কিন্তু ১৫ দিন পার হলেও সারিকা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কোনো জবাব দেননি। পরে ২৮ জুলাই টেলিপ্যাব-এর এক সালিস বৈঠকে সারিকাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন