বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডেসটিনি এমডির মামলা বাতিলের আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:৪৫ এএম

সম্পদের তথ্য বিবরণী জমা না দেয়ায় দুদকের মামলা বাতিল চেয়ে ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ তা খারিজ করে দেন। ফলে বিচারিক (নিন্ম) আদালতে মামলাটি যথারীতি চলবে বলে সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী।রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মোইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন এবং এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন। পরে আমিন উদ্দিন মানিক বলেন, নোটিস দেয়ার পরও ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্য বিবরণী জমা না দেয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় রফিকুল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের তৎকালীণ সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন দুদক আইনের ২৬(২) ধারায় এ মামলা দায়ের করেন। কিন্তু ঢাকার বিশেষ জজ শামীম আহমেদ গত ১২ মার্চ আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে ৭ জুলাই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন