নিখোঁজের পাঁচদিন পর যশোরের বাঘারপাড়া থানা যুবলীগ নেতা তরিকুল ইসলামের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে পার্শ্ববর্তী নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করে নড়াইল থানা পুলিশ। পুলিশ জানায়, তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে লাশ যথাযথ স্থানে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন