বেনাপোল অফিস
বেনাপোল ঝিকরগাছা, শার্শা ট্রাক মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বোনপোলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মুছা মাহমুদ নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে অনেক পুরাতন নেতৃত্বই নির্বাচিত হয়েছেন। ট্রাক মালিক সমিতির বর্তমান কমিটি সংগঠনের ব্যাপক উন্নয়ন করায় নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। এ উপলক্ষে ট্রাক মালিক সমিতির নিজস্ব অডিটরিয়ামে নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি শামসুর রহমান সকলকে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন