ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে সিফাত বেকারীর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। বেকারীর ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ৭ দিন উৎপাদন বন্ধ রাখারও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ধামরাই পৌর শহরের ইসলামপুর হাসপাতাল রোডে সিফাত বেকারীর মালিক বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, টেস্টসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রীর মধ্যে রং বা দেহের জন্য ক্ষতিকর পাউডার মিশিয়ে খাদ্যদ্রব্য তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শরিফুল ইসলাম ওই বেকারীতে অভিযান চালায়। পরে রঙের কৌটা ও কিছু খাদ্যসামগ্রী রাস্তায় ফেলে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন