রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

জলাতঙ্ক রোগ সম্পর্কে জানুন, সতর্ক হোন

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আমাদের দেশে জলাতঙ্ক রোগে বছরে ২০ হাজার মানুষ মারা যায়। ভাইরাসজনিত র‌্যাবিস জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হলে যে রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। এটি একটি মারাত্মক রোগ। যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। বা বাঁচানো সম্ভব হয় না। তবে বর্তমানে উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। কুকুরে কামড়ানোর সাথে সাথে ডাক্তারের পরামর্শ মতে ভ্যাকসিন নেয়া শুরু করলে ভয়ের কিছু নেই। কুকুর, শেয়াল, বিড়াল, বানর, গরু, ছাগল, ইঁদুর, বেজি (নেউল), র‌্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত হলে এবং মানুষকে কামড়ালে এ রোগ হয়। এসব জীব জানোয়ারের মুখের লালায় র‌্যাবিস ভাইরাস জীবাণু থাকে। এ লালা পুরানো ক্ষতের বা দাঁত বসিয়ে দেয়া ক্ষতের বা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। তবে মনে রাখবেন কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয় না। যদি কুকুরটির বা কামড়ানো জীবটির লালায় র‌্যাবিস জীবাণু না থাকে। আমাদের দেশে শতকরা ৯৫ ভাগ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে।
কুকুর কামড়ালে কি করবেন : কুকুরে কামড়ানোর সাথে সাথে ক্ষতস্থানটি সাবান ও পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। অথবা পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে। অথবা ৪০-৭০% অ্যালকোহল, পোভিডিন আয়োডিন দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। যাতে ক্ষতিকর ভাইরাস ক্ষত স্থানে লেগে থাকলে তা নষ্ট হয়ে যায়। তবে কুকুরে কামড়ানোর সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অথবা নিকটবর্তী হাসপাতালে বা ক্লিনিকে নিতে হবে। বাজারে রাবিপুর নামে ইনজেকশন পাওয়া যায়। তা ডাক্তারের পরামর্শে রেবিক্স ভিস্যি নিতে হয়। প্রথম দিন দেয়ার পর ৩, ৭, ১৪, ৩০ ও ৯০ তম দিনগুলোতে দিতে হয়। কুকুর কামড়ানোর পরও টিকা নিয়ে মানুষ বেঁচে যেতে পারে। আবার যারা এসব প্রাণী নিয়ে কাজ করেন তারা সতর্কতামূলক অন্যান্য টিকার মতো আগেই টিকা দিয়ে রাখবেন, এটাই নিয়ম। তবে মনে রাখবেন আপনার চিকিৎসকই প্রয়োজনীয় চিকিৎসার উপদেশ দিবেন।
কীভাবে বুঝবেন কুকুরটি জীবাণুতে আক্রান্ত : দংশিত কুকুরটিকে হত্যা না করে ১০ দিন বেঁধে চোখে চোখে রাখতে হবে। যদি কুকুরটি ১০ দিনের মধ্যে পাগল না হয় বা মারা না যায় তবে বুঝতে হবে কুকুরটি জলাতঙ্ক রোগের র‌্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত নয়। এতে কামড়ানো মানুষটিকে চিকিৎসার প্রয়োজন নেই। আর যদি কুকুরটি অসুস্থ হয়ে যায় বা পাগল হয়ে যায় অথবা মারা যায় অথবা নিখোঁজ হয়ে যায় তাহলে কামড়ানো মানুষটির চিকিৎসা করানো অবশ্যই দরকার। তাছাড়া নিম্নলিখিত লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে কুকুরটি জলাতঙ্ক জীবাণুতে আক্রান্ত : কুকুরটি পাগল হয়ে গেলে * মুখ থেকে অত্যধিক লালা নিঃসৃত হলে, * উদ্দেশ্যহীনভাবে ছোটাছোটি করলে বা পাগলামী করলে, * ঘন ঘন ঘেউ ঘেউ করলে, * সামনে যা কিছু পায় তাতেই কামড়ানোর প্রবণতা দেখালে। কোনো কোনো কুকুরের ক্ষেত্রে চুপচাপ থাকে। বাহিরের আলো সহ্য করতে পারে না। তাই ঘরের কোনে অন্ধকারে ঘুমিয়ে থাকে। তবে সাধারণভাবে আক্রান্ত কুকুরটি ১০ দিনের মধ্যে মারা যায়। * খাবার জল গ্রহণ করে না।
রোগটি কি ছোঁয়াছে : জলাতঙ্ক রোগটি ছোঁয়াছে। এ রোগের জীবাণু র‌্যাবিস ভাইরাস প্রাণীর লালায় বাস করে। তাই কুকুরে কামড়ালে ক্ষতের রক্তের মাধ্যমে এ ভাইরাসটি শরীরে প্রবেশ করে এবং রোগটি দেখা দেয়। শরীরের যেকোন অংশে রক্তের সংস্পর্শে আসলেই এটি সংক্রমিত হয়।
প্রতিরোধের উপায় : পোষা কুকুরটিকে চিকিৎসকের মাধ্যমে ভ্যাকসিন দিতে হবে। * রাস্তার বেওয়ারিস কুকুরগুলো মেরে ফেলতে হবে। পোষা কুকুরটি গলায় ব্যাল্ট পরিয়ে রাখতে হবে। জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই সতর্কতা অবলম্বন করা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই একমাত্র পথ। মানব দেহে এ ভাইরাসটি প্রবেশ পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ১ থেকে ৩ মাস সময় লেগে যেতে পারে। কোনো কোনো সময় ১ বছর সময় লেগে যায়।
টিকার আবিষ্কার : কুকুর দ্বারা কামড়ানো জলাতঙ্ক রোগগ্রস্ত মানুষকে এ রোগের হাত থেকে বাঁচানোর জন্য জীব বিজ্ঞানী লুই পাস্তর ১৮৮৫ সালে ৬ জুলাই জোসেফ মিয়েস্টার নামক এক বালকের দেহে এই টিকা সর্ব প্রথম ব্যবহার করেন এবং বালকটি ভালো হয়ে ওঠে। তারপর হতে সারা বিশ্বে সফলতার সাথে এ টিকা এ রোগের জন্য ব্যবহৃত হচ্ছে।
ষ মো. জহিরুল আলম শাহীন
শিক্ষক, কলাম ও স্বাস্থ্য বিষয়ক লেখক
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ
গোলাপগঞ্জ, সিলেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (57)
মুজাহিদুল ইসলাম ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ৮:২৩ এএম says : 5
কুকুরের তো লালায় জিবানু থাকে ।তাহলে আঁচড় দিলে কিভাবে জলাতঙ্ক হয়
Total Reply(0)
প্রনব ২২ মার্চ, ২০১৭, ২:৫৩ পিএম says : 3
কুকুর কামড়ালে ভাক্সিন দিতে যদি সময় এলোমেলো হয় তখন কোন অসুবিধে আচে কী, থাকলে বিকল্প কি
Total Reply(0)
nazmul hasan ১৬ জুন, ২০১৭, ৮:২০ পিএম says : 8
ভাই আজকে নামাজ পড়তে যাবার সময় কুকুর কামর দেয়ার চেষ্টা করেছিলো কিন্ত কামর দিতে পারেনি। কিন্ত আচর লেগেছে কিনা জানি না। শরীরে কোন দাগ নেই। রক্ত ও বের হয় নই। কি করবো
Total Reply(0)
মামুন ২৯ জুন, ২০১৭, ৪:০০ পিএম says : 3
রাবিপুর বা বাজারে যে ভ্যাকসিন পাওয়া যায় একটা ভ্যাকসিন একবারে দিতে হবে না কোন পরিমান আছে। একটা ভ্যাকসিন কি আক্রান্ত চারজন বা তিনজন ব্যক্তিকে দেওয়া যাবে জানাবেন দয়া করে
Total Reply(0)
সাহাজাদ মন্ডল ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৬ পিএম says : 1
আমি জানতে চাই কুকুরে কামড়ানর ১২ বছর পরও কি এই রোগের সম্ভাবনা থাকে
Total Reply(0)
১৯ অক্টোবর, ২০১৭, ৯:১২ এএম says : 1
ইঁদুরে দংশন করেছে প্রায় ২ মাস কোন চিকিৎসা দেওয়া হয়নি বয়স ৪ বছর ৬ মাস কোন সমস্যা মনে হয়নি এখন কি করনীয়?
Total Reply(0)
১৩ নভেম্বর, ২০১৭, ৫:৫২ পিএম says : 2
আমার শরিরে কুকুর লালা লেেগছে আমি কি করবো
Total Reply(0)
খলিলুর রহমান ১৫ ডিসেম্বর, ২০১৭, ৮:২২ এএম says : 0
গাভীর বাছুরের জলাতঙ্ক হইছে কিন্তু আমরা জানি না বাছুর দ্বারা দুধ দোয়াই রান্না করে খেয়েছি এখন আমাদের কি করতে হবে জানালে উপকৃত হব
Total Reply(0)
naimul ২৭ ডিসেম্বর, ২০১৭, ১:২৬ পিএম says : 2
১। কুকুরের উচ্ছিষ্ট খাবার খেলে কি জলাতঙ্ক হয়? ২। কুকুরটি রেবিস (পাগলা কুকুর) কিনা সেটি আমি জানি না (সেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না) তাহলে কি আমার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে? অনুগ্রহ করে জানাবেন। যত তাড়াতাড়ি সম্ভব। আপনার অপেক্ষায় থাকলাম।
Total Reply(0)
MD Rasel Hassan ১ জানুয়ারি, ২০১৮, ৩:৫৬ পিএম says : 0
জলতাংক রোগে আক্রান্ত ব্যক্তির সাথে চলা ফেরা করলে বা তার সাথে খাবার খেলে কি এই রোগ অন্য কারো শরিরে প্রবেশ করবে কি?. একটু জানাবেন......
Total Reply(0)
Abdullah ৬ মার্চ, ২০১৮, ৮:১২ পিএম says : 0
দুইটি কুকুরের baccha খেলতে খেলতে হঠাৎ করে akta কুকুরের baccha আমার হাতে এসে বাড়ি খায়. তো বাড়ি খাওয়ার পরে baccha টি পালিয়ে যায়. আমার হাতে khamchi বা কিছুই আমি বুঝতে পারি নি.. এমন অবস্থায় আমার কী করা উচিত.....
Total Reply(0)
mdaminrahman1111 ২০ এপ্রিল, ২০১৮, ১২:০২ এএম says : 0
কুকুর যে জলাতঙ্ক রোগে আকরান্ত হচছে বা হবে কি ভাবে দূর থেকে বুজতে পারব?
Total Reply(0)
Hafijul islam ২২ মে, ২০১৮, ৭:৪৩ পিএম says : 0
আমাকে বিরাল কামরায় আমি পোথমে সাফৃএঃ দিয়ে 10মিনিট গসে গসে পরিস্কার করি এবং 1ঘনটার মদদে সিরাজগ্নজ সদর হাসপাতালে জাই এবং ইমারজেন্সি ডাঃ দেখাই আমাকে ভেগসিন দেওয়া হয় 13 16 20 তাং 5 2018 আর একটা 10 6 2018 দেব আমার মোট আমি তিনটা দিয়েছি একটা বাকি আছে এখন আমার সমসা আছে কি না
Total Reply(0)
১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩ পিএম says : 0
আচ্ছা কুকুরের খাবার পাত্রে যদি কোন কিছু রান্না বা ভাজি করে খাওয়া হয় তাহলে কি কোন সমস্যা হবে?
Total Reply(0)
Akash Debbarma ৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ পিএম says : 0
আমার ছোট ভাইকে মাথার মধ্যে ২৩ বছর আগে কুকুর কামড় দিয়ে ছিল কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয়নি তাহলে এখন কি হবে বা কি ব্যবস্থার করা যায় । তারিখ 4 /Dec /2018
Total Reply(0)
Emran Hossain Rubel ৯ জানুয়ারি, ২০১৯, ৩:৪২ এএম says : 1
আমি একটি বানর আছে ওর শরীরের চামড়া গুলো চর্বি জমার মত ফুলে যায় ও চামড়া ঝুলে যায় প্রথমে আমি বুজতে পারি নাই কিন্তু এখন পিঠ থেকে লেজ পর্যন্ত চামড়া ফুলে কপালের চামড়া ফুলতে শুরু করে আর ও এলার্জির মত শুধু চুলকায় আর আমি ওকে ধরলে আমার মনে হয় কিছু জেনো আমাকে কামড়াচ্ছে আর এলার্জির মত আমার হাত ফুলে যায় আর মাস খানেক আগে আমার পেটে একটু ফুলে চুলকানির মত শুধু চুলকায় আর কোথাও না এখন বানরের কি চিকিৎসা করবো আর ওর থেকে আমার কোনো সমস্যা হলো কিনা একটু জানাবেন দয়া করে যদি হয় আমার কি করনীয় আছে এখন????
Total Reply(0)
Md Alauddin ২০ জানুয়ারি, ২০১৯, ৬:২০ পিএম says : 0
কুকুরে কামড় দিলে কত বছর পর্যন্ত জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে?
Total Reply(0)
Md Alauddin ২০ জানুয়ারি, ২০১৯, ৬:২২ পিএম says : 0
কুকুরে কামড় দিলে কত বছর পর্যন্ত জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে?
Total Reply(0)
Mr. Mashud Rana ২২ জানুয়ারি, ২০১৯, ৭:৩৭ এএম says : 0
গত ২০ জানুয়ারি ২০১৯ এ আমার "মা" এর হাতে বিড়াল কামড়ে দেয়, রক্ত ক্ষরনও হয়, এখন আমার করনিয় কি জানালে উপকৃত হতাম, কত দিনের মদ্ধে ভ্যাকসিন নিতে হয়?
Total Reply(0)
আশ্রারাফুল ইসলাম ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০২ পিএম says : 0
বিড়ালে কামড় দিলে যে রোগ হয় তা থেকে কি রক্ষা পাওয়ার উপায় নেই।
Total Reply(0)
সুমন আহমেদ ২৯ মে, ২০১৯, ৫:৪৮ পিএম says : 0
অামার ভ্যাগিনার নাম রেদআন। ওরে গত ৭মার্চ ২০১৯ তাং কুকুরে কামর দেয়। ৮ মার্চ ঢাকা মহাখালি হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পরেও মারা যায় ২৪ মার্চ ২০১৯। এটা কেন????
Total Reply(0)
Mariam ৭ জুন, ২০১৯, ১০:৫৯ এএম says : 0
কুকুর কোনো মুরগি কে কাম‌র দিলো আমি মুরগি ছুলাম আমার টিকা দিতে হবে
Total Reply(0)
মুরগিকে কুকুর কামড় দিয়েছে।আমি মুরগিকে খাবার দিচ্ছি, ধরতেছি,মুরগী থেকে কুকুরের ভাইরাস কি আমার কাছে আসতে পারে??
Total Reply(0)
Raghunath ৩ জুলাই, ২০১৯, ৭:৪৪ পিএম says : 0
আমাদের গরুটা কে কামরে চে।ও মুখদিয়ে লালা ঝরছে। তাকে ছুলে বা পস করলে কিছু হবে কি
Total Reply(0)
আজিজুল হক শাওন ২৫ অক্টোবর, ২০১৯, ৯:২৯ পিএম says : 0
আমার ছাত্রীকে গতকাল বিড়ালের ছোট বাচ্চা আঁচড় দিয়েছে এবং রক্তও বের হয়েছে অল্প।এখন কী করণীয়?
Total Reply(0)
আজিজুল হক শাওন ২৫ অক্টোবর, ২০১৯, ৯:৩০ পিএম says : 0
আমার ছাত্রীকে গতকাল বিড়ালের ছোট বাচ্চা আঁচড় দিয়েছে এবং রক্তও বের হয়েছে অল্প।এখন কী করণীয়?
Total Reply(0)
মাহমুদুল হাসান ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৭ পিএম says : 0
যিদি একটি বাচ্চা কুকুর একজন মানুষকে কামড় দেয় আর সেই মানুষটি যদি আন্য মানুষকে ছিমটি দেয় ভাইরাসটা কি ওর শরীরেও ছড়াবে
Total Reply(0)
মাহমুদুল হাসান ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৮ পিএম says : 0
যিদি একটি বাচ্চা কুকুর একজন মানুষকে কামড় দেয় আর সেই মানুষটি যদি আন্য মানুষকে ছিমটি দেয় ভাইরাসটা কি ওর শরীরেও ছড়াবে
Total Reply(0)
বিমল দাশ ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৬ পিএম says : 0
কামড়ানো ব্যাক্তির গায়ের সাথে লাগলে কি জলাতঙ্ক হয়?
Total Reply(0)
আল আমিন ৯ মার্চ, ২০২০, ৫:৪২ এএম says : 0
সম্পূর্ণ তথ্য পেলাম না..
Total Reply(0)
মাজহারুল ইসলাম ২১ এপ্রিল, ২০২০, ৯:১০ পিএম says : 0
আমাকে আজকে ভোর ৫ টায় কুকুরে কামরাইছে ...ঘটনার ৫ ঘন্টা পর নিকটতম একটি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছি । তবে আমি এখন কিভাবে বুজবো আমি জলাতঙক রোগে আক্রান্ত হয়েছি কিনা ?
Total Reply(0)
আরজু আহমেদ ২ মে, ২০২০, ১০:৫১ এএম says : 0
সন্দেহজনকভাবে ভ্যাকসিন নিলে কি সমস্যা হতে পারে,
Total Reply(0)
আরজু আহমেদ ২ মে, ২০২০, ১০:৫৩ এএম says : 0
সন্দেহজনকভাবে কুকুর বা বিড়াল কামড়ের ভ্যাকসিন নিলে কি সমস্যা হতে হবে?
Total Reply(0)
মাবিয়া সুলতানা ৪ মে, ২০২০, ১১:১৯ পিএম says : 0
কুকুরের কামড় এর ভ্যাকসিন নেওয়ার পর কিছু বছর পর কামড় দিলে কি কোন সমস্যা হবে।
Total Reply(0)
alia ১২ মে, ২০২০, ৭:২৭ এএম says : 0
কুকুর যদি স্ববাবিক থাকে, এবং ১০ দিন পর যদি না মারা যায় তাহলে কি কোনো সমস্যা হবে
Total Reply(0)
মোঃ জিল্লুর রহমান ,জুয়েল, ৭ জুন, ২০২০, ৯:১১ এএম says : 0
আমি এক দিন বিকাল বেলা বাজারে যাই বাজার শেষে রিক্স জন্য দাঁড়ায় আসি হঠাৎ একটি কুকুর আমার ডান পা উপরে ঘেছেচলে রায়। আমি তারা তারি বাসায় যাই যাওয় পর সেবলোন পানি দিয়ে ধুয়ে ফেলি ।তার পর দেখলাম আছরের দাক নাই।এখন আমি কি করবো ।
Total Reply(0)
হামজা ৩০ জুলাই, ২০২০, ১১:১৪ পিএম says : 0
আমি একটা ছাগল জবাই করার পর হাড মাংস কাটাকাটি করছি ছাগলটা কুকুর কামড়ে ছিলো এখন ভয় হলো এটা ছাগলের মাংস কাটার সময় আমার হাতে একটু ঘত ছিলো আমার কোন সমস্যা হবে
Total Reply(0)
JAKIR HOSSEN MOLLA ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:০২ পিএম says : 0
রোগ হলে কি কি খাওয়া নিষেধ
Total Reply(0)
তরিকুল ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৩ পিএম says : 0
বিড়াল আচর দিয়েছে একটু রক্তও বের হয়েছে। ৫ দিন হয়ে গেছে এখনো কোন ইনজেকশন বা ঔষধ সেবন করিনি এখন কি করা দরকার
Total Reply(0)
তরিকুল ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৩ পিএম says : 0
বিড়াল আচর দিয়েছে একটু রক্তও বের হয়েছে। ৫ দিন হয়ে গেছে এখনো কোন ইনজেকশন বা ঔষধ সেবন করিনি এখন কি করা দরকার
Total Reply(0)
আমিত ১২ ডিসেম্বর, ২০২০, ৯:৪৪ পিএম says : 0
৭০দিনের বাচ্চা যদি কামড় দেয়, এবং হাল্কা রক্ত বের হয় তার খেত্রে কি ভেক্সিন গ্রহন করতে হবে?
Total Reply(0)
হৃদয় আহমেদ ২৪ জানুয়ারি, ২০২১, ২:২৩ পিএম says : 0
একটি বাচ্চা কুকুর আমায় খেলতে খেলতে আঁচড় দিয়েছে । কিছুটা রক্ত বের হয়েছে। এখন আমায় কি ভ্যাকসিন নিতে হবে ?
Total Reply(0)
হৃদয় আহমেদ ২৪ জানুয়ারি, ২০২১, ২:২৬ পিএম says : 0
একটি বাচ্চা কুকুর আমায় খেলতে খেলতে আঁচড় দিয়েছে । কিছুটা রক্ত বের হয়েছে। এখন আমায় কি ভ্যাকসিন নিতে হবে ?
Total Reply(0)
জাবেদ ২০ মার্চ, ২০২১, ৮:০৬ পিএম says : 0
আমি একটি কুকুর পুকুর পাডে পানি পান করে জাচ্চিল ঠিক ঔ সময় আমি পুকুরের ঐ পাডে গোসল করতে গেলাম। কুকুরটি পান করে জাওয়ার পর আমি কিছুক্ষণ পর পানি নাডাচডা করে গোসল করে ফেলি। কিন্তু আমি ঐ স্থানের পানি কোন বাবে ও পান করি নি। কুকুর টি পাগলা কুকুর চিল না একধম নরমাল। এই গটনা প্রায়ই চার মাস হয়ে গেচে। এখন আমার করনীয় কি। কুকুরের থেকে চডানো বাইরাস শরীরে আচে কিনা জানতে কোন শররীক পরিক্ষা আচে কি না জানতে চাই। আর উক্ত কারনে কী আমার জলাতঙ্ক হওয়ার সম্বাবনা আচে কী। জানাবেন অতিদ্রুত।
Total Reply(0)
Morshed ২৫ জুন, ২০২১, ৯:৪৪ এএম says : 0
বাননের খামচি তে কি ভ্যাক্সিন নিতে হবে..?আর কতক্ষন এর মধ্যে নিতে হবে..?
Total Reply(0)
আইরিন ১১ আগস্ট, ২০২১, ৪:৪৯ পিএম says : 0
আমার ৫ মাসের ছাগলের বাচ্চাকে ২ দিন আগে কুকুরকামুড়দিয়েছে ওর গলার একটারগ কুকুর ছিড়ে ফেলেছে এখন জখন তখন ই এ-ই ক্ষতস্থান থেকে রক্ত জরে এখন আমি কি করবো রক্ত পড়া বন্ধকরতে?
Total Reply(0)
Nusrat ২৪ আগস্ট, ২০২১, ১১:৩৮ পিএম says : 0
একটা ছোট ছেলেকে কুকুর কামড় দিয়েছে সে ছোট একজনকে জামার উপর দিয়ে চিমটি দিয়েছে ঐখানটা কাটেও নাই দাগও পড়ে নাই।হালকা ব্যথা লেগেছে শুধু।এখন কি কোনো সমস্যা হবে?ভয়ে আছি। ভাইরাস টা মূলত লালা ও রক্তের মাধ্যমে ছড়ায়। তবুও জানতে চাচ্ছি।লক্ষনগুলো থাকলে বলে দিবেন তাহলে সুবিধা হবে।
Total Reply(0)
Nusrat ২৪ আগস্ট, ২০২১, ১১:৪০ পিএম says : 0
একটা ছোট ছেলেকে কুকুর কামড় দিয়েছে সে ছোট একজনকে জামার উপর দিয়ে চিমটি দিয়েছে ঐখানটা কাটেও নাই দাগও পড়ে নাই।হালকা ব্যথা লেগেছে শুধু।এখন কি কোনো সমস্যা হবে?ভয়ে আছি। ভাইরাস টা মূলত লালা ও রক্তের মাধ্যমে ছড়ায়। তবুও জানতে চাচ্ছি।লক্ষনগুলো থাকলে বলে দিবেন তাহলে সুবিধা হবে।
Total Reply(0)
abdul ahad ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৫ এএম says : 0
কুকুরের বাচ্চা আমার ফুফাকে কামড়েছে। আর আমাকে বিড়াল আচড়েছে। এখন কী করব?
Total Reply(0)
Shojib Ahosan ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ পিএম says : 0
আমাদের একটি গরুর জলাতঙ্ক রোগ ধরা পড়েছে। এখন সমস্যা হচ্ছে, রোগ ধরা পড়ার আগে গরুকে ওষুধ খাওয়ানোর সময় আমার ভাইয়ের হাতে গরুর দাঁতের আচর লাগে। এখন কি আমার ভাই এর জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা আছে...?
Total Reply(0)
Lebu Miya ১ অক্টোবর, ২০২১, ৪:৪৯ এএম says : 0
আমার আম্মু রাতে ঘুমিয়ে ছিল একটা ইদুর কামর দেয় কিন্তু রক্ত বের হয়নি,,, ক্ষত স্থান গরম পানি এবং সাবান দিয়ে ধোয়া হয়েছে। এখন কি ভ্যাক্সিন নিতে হবে?
Total Reply(0)
Rubel rana Ridoy ২৬ অক্টোবর, ২০২১, ৭:৩৮ পিএম says : 0
আমাকে একবছর আগে কুকুর আচর দিছিল,, আমি ভ্যাগসিন নিছিলাম,, এখন এক বছর পর আবার আচর দিছি তাহলে কি আমার আাবর ভ্যাগসিন নিতে হবে
Total Reply(0)
সাজ্জাদুল ২৫ জানুয়ারি, ২০২২, ১২:১৬ পিএম says : 0
আমাদের বাড়ির পাশে একটা ছাগল বেজি দ্বারা কামড় খেয়ে জ্বলাতংক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমি ঐ বাড়ি যাতায়াত করি।এখন প্রশ্ন হচ্ছে ঐ ছাগলকে যদি কোনো মশা কামড়ে থাকে তারপর যদি ঐ মশা আমাকে কামড়ায় তাহলে কি টিকা নেওয়ার প্রয়োজনীতা আছে নাকি দয়া করে জানাবেন।আর কেউ যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে তার ব্যবহৃত থালা বাসন ব্যবহার করলে কি এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে?
Total Reply(0)
MD. SAGOR HOSSAIN ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৫ এএম says : 0
বেস কিছু বছর আগে আমি রাস্তা দিয়ে জেতেছিলাম হঠাত একটা কুকুর আমার সামনে চলে আশে, তখন আমি চলে জাবার চেসটা করলে আমাকে কামছি দেয়,আমার পায় এখনো একটা দাগ আছে, আমি কি করতে পারি
Total Reply(0)
sumon ghoshal ১৭ মার্চ, ২০২২, ৯:৫৩ এএম says : 0
আমার পায়ের উপর একটা কুকুর হঠাৎ এসে বাড়ি খায়, আর আমি প্রায় ০৩ বছর আগে ০৩ টি Rabis vaccine নিয়েছিলাম এখন কি আমার vaccine নেওয়ার দরকার আছে
Total Reply(0)
MARIAM NESA JIM ১৪ জুন, ২০২২, ৬:৪৬ পিএম says : 0
আমি বুঝতে পাচ্ছিনা কুকুরটার কোন অংশ আমার পায়ের নখে লাগছে।।।তবে কুকুরটার শরীরের কোন একটা অংশ আমার পায়ের নখে লেগেছে।।।তবে আমার পায়ের নখে কোন প্রকার হাছরের বা আঘাতের দাগ নেই। আমি হাটতে ছিলাম তাই বুঝতে পাচ্চিনা হাটার জন্য নখে খুবি হালকা ব্যাথা অনুভব করতে পাচ্ছি নাকি কুকুরের স্পশের জন্য।।।আমার ভয় করছে।।।আমার কি করা উচিত একটু জানান প্লিজ
Total Reply(0)
MD JABED HOSEN ২ জুলাই, ২০২২, ২:৩০ এএম says : 0
আমার বাসায় একটা কুকুর আছে কুকুর টা শারীরিক ভাবে অসুস্থ,,গত কাল একটা মুরগি কে অনেক কামারিয়েছে, মুরগি টা মারা গেছেন,মারা যাওয়ার পর আমার ৪ বছর বয়সী ছেলে ওটা হাত দিয়ে ধরেছে,,তখন থেকে প্রায় ১ ঘন্টা পর হাত না ধুয়ে বিস্কুট খেয়েছেন, এতে কি কোনো সমস্যা হবে , উত্তর দিবেন plz
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন