ইনকিলাব ডেস্ক : রাশিয়ার বিশেষ বাহিনীর দুই সেনাকে সন্ত্রাসসহ কয়েকটি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের জেল দিয়েছে ইউক্রেনের একটি আদালত। দুই সেনার একজনের নাম অ্যালেক্সান্ডার অ্যালেক্সান্দ্রভ এবং অপরজন ইয়েভগেনি ইয়েরোফেয়েভ। গত মে মাসে পূর্ব ইউক্রেনে তারা ধরা পড়ে। রাশিয়া ওই অঞ্চলে সেনা পাঠানোর কথা অস্বীকার করে বলেছে, তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে পূর্ব ইউক্রেনে গেছে। পূর্ব ইউক্রেনে সেনাবাহিনী এবং রুশপন্থি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। গত মাসে রাশিয়ার আদালত দুই রুশ সাংবাদিককে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ইউক্রেনীয়কে দোষী সাব্যস্ত করে ২২ বছরের জেল দেয়। ইউক্রেনে সাজাপ্রাপ্ত দুই সেনার সঙ্গে ওই ইউক্রেনীয়কে বিনিময় করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে এক টিভি সম্প্রচারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিন বলেছেন, বিষয়টি নিয়ে ইউক্রেনের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে মস্কো। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন